নরসিংদী টু মদনপুর হাইওয়ে। এই মহাসড়কটি সংস্কার জনগণের প্রাণের দাবি ছিলো, কারণ এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার যানবাহন যাতায়াত করে, কিন্তু দীর্ঘদিন যাবত এটার এতটাই বেহাল অবস্থা ছিলো যে একটা মোটরসাইকেল আরোহীও চিন্তার মধ্যে পরে যেতো যে কিভাবে সে এটা পার হবে।
সর্বশেষ নরসিংদী বাসির স্বপ্ন পূরণ হলো,কিন্তু পূরণ হয়েও যেন তা আজ ডুবার পথে, কারণ নরসিংদী পৌরসভা দক্ষিণে রাস্তার পাশে এবং বিলাসদী মোল্লা মসজিদের পূর্ব পাশে ময়লার বড় বড় স্তুপ রাখা হচ্ছে, যার দূরগন্ধে রাস্তায় ও বাসা বাড়ীর লোকজন, রাস্তায় চলাচলরত মানুষের জীবন অতিষ্ঠর পথে, এমনকি ময়লার স্তুপ ও রাস্তার পার্শে রাখা বালু এই রাস্তায় অর্ধেক পর্যন্ত চলে এসেছে।
এর ফলে জনগনের এই স্বপ্নের রাস্তা হুমকির মুখে পরেছে। এখন নরসিংদী পৌরবাসি তার প্রতিকার চায় যাতে করে দূরে কোথায় এই ময়লাগুলো স্থানান্তর করে স্বপ্নের রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে সহযোগিতা করে।
নরসিংদীর মাননীয় মেয়র মহোদয় এর প্রতি দাবী জানিয়েছেন পথচারীরা এবং বাসাবাড়ীতে বসবাস কারী রোকজন তাদের দাবী যাতে রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে এই ময়লার স্তুপ গুলো স্থানাস্তর করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।