সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে নরসিংদীতে তৎপরতা চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। গত শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে জেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করে। এসময় স্পিডগান ব্যবহার করে গতিসীমা অতিক্রম করা যানবাহন ও তার চালকদের জরিমানা করা হয়। সেই সাথে ট্রাফিক আইন মেনে চলতে মাইকিং করে সচেতনতা কার্যক্রম চালানো হয়।
ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী, ভেলানগর, সাহেপ্রতাপ, পাঁচদোনা ও ইটাখোলা গোল চত্বরে এ কার্যক্রম চালানো হয়। জেলা ট্রাফিক পুলিশের দেয়া তথ্যমতে ১৭ আগস্ট শনিবার সারাদিনে ট্রাফিক আইন ভঙ্গের কারণে ছোট বড় ১৫ টি যানবাহনকে জরিমানা করা হয়।
নরসিংদী জেলা ট্রাফিক পরিদর্শক গোলাম মওলা বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশে সড়ক দূর্ঘটনা রোধের পাশাপাশি সকল মানুষ কে ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করার চেষ্টা চলছে। সড়ক নিরাপদ রাখতে প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে। শুধু চালক নয়, রাস্তার পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক মহাসড়কে দুর্ঘটনায় মুত্যৃর হার হ্রাস পাবে বলে আমরা প্রত্যাশা করি।