সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ১৯ আগস্ট নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তানবীর মোহাম্মদ আজিম। নির্বাচনী তফসিল নিম্নরূপঃ ২২ আগস্ট বেলা ২ টার মধ্যে সদস্যগণের সমুদয় বকেয়া পরিশোধ করতে হবে। ২৫ আগস্ট নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ।

২৬ – ২৯ আগস্ট সদস্য ভোটার কর্তৃক তালিকা পরিদর্শন পূর্বক ভোটারের নাম অন্তর্ভুক্তি বা বর্জনের জন্য আপিল বোর্ডের নিকট আপিল দাখিল। ০১ সেপ্টেম্বর আপিল বোর্ড কর্তৃক আপত্তি (যদি থাকে)। ০৩ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ০৪ – ০৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ। ০৭ – ০৯ সেপ্টেম্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্ধারিত ফর্মে মনোনয়ন পত্র দাখিল। ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ।

১২ – ১৪ সেপ্টেম্বর নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক বাতিলকৃত মনোনয়ন পত্রের উপর আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল। ১৫ সেপ্টেম্বর আপিল বোর্ড কর্তৃক আপত্তি নিস্পত্তি (যদি থাকে)। ১৬ সেপ্টেম্বর নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। ১৭ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার। ১৮ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

২৯ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান ও ভোট গ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ। তফসিল ঘোষণা কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ এইচ এম জামেরী হাসান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সহকারি কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ শাহরুখ খান, সদর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আঃ আজিজ সহ নরসিংদী প্রেসক্লাবের সদস্যবৃন্দ। উল্লেখ্য, নরসিংদী প্রেসক্লাবের সদস্য সংখ্যা ৫২ জন, কমিটির মেয়াদ ২ বছর।

এখানে কমেন্ট করুন: