শেখ মানিক, শিবপুর সংবাদদাতা: নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সফুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোদের জের ধরে আমির চাঁনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন ও ৫০ হাজার টাকার মালামাল লুট। এ ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন আহত।
আহতরা হলেন আরিফুল (২৬), সফিকুল (২২), রাশিদা বেগম (২৪), সেলিম (১৬) ও শিশু হাফেজ ১৭ পাড়া মুখস্থ সোহেল(১১) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাদী আরিফুল ইসলাম জানায়, আজকে ২২ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় একই গ্রামের আ: বাতেনের ছেলে সৈকত (২০), মো. তোষার (১৮), আফজালের ছেলে মো, অহাব ( ৪০), ও মো. কাউসার(৩৮)সহ আরো ৫/৬জন বিরোধকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করতে আসলে আমরা তাদেরকে বাধা নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমাদের বাড়িঘরের উপর হামলা করে ভাংচুর ও লুট করে নিয়ে গেছে। এতে আমার পরিবারের ৫ জন গুরুতর আহত হয়। এসময় আমাদের ডাক চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পরে দুই জনের অবস্থা খারাপ দেখে ঢাকায় প্রেরন করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এখানে কমেন্ট করুন: