রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে বৃহুস্পতিবার (২২আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদার সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।এ সময় রাণীশংকৈল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থি’তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রন সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদার সু-দৃষ্টি কামনা করেন। ইদানিং উপজেলার পৌর শহরে মাদকের প্রসার আবারও বেড়ে যা”েছ বলে মন্তব্য করেন এবং পৌর শহরে মাদক ব্যবসায়ীদের আবারও অবাধ বিচরন লক্ষ করা যাছ্ছে বলে বক্তারা বলেন। তারা মাদকের কবল থেকে যুব সমাজকে রক্ষা করার অনুরোধ জানান।
এ সময় উপস্থি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃঞ্চ রায়, প্রানী সম্পদ কর্মকর্তা রায়হান কবির, উপজেলা শিক্ষা অফিসার মোকছেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, খাদ্য কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা শাহজাহান আলী প্রমূখ। এছাড়াও উপস্থি ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক হুমায়ুন কবির,সাদ্দাম সরকার,রফিকুল ইসলাম সুজনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গতঃ আইন শৃঙ্খলা কমিটি’র সভায় ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যানের উপস্থি পাওয়া যায়নি।