নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজ উদ্দিন সেতুতে দীর্ঘদিন ধরে অবৈধ সিনএজি অটোরিকশা স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায় করছে একটি প্রভাবশালী মহল। প্রতিদিন চাঁদা হিসেবে হাজারো টাকা এই স্ট্যান্ড থেকে আদায় করা হচ্ছে। দৈনিক ৫০ টাকা করে দুই শতাধিক সিএনজি থেকে এসব টাকা আদায় করা হচ্ছে। চাঁদার টাকা সংগ্রহের জন্য সেতুর ওপর একটি ঘরও নির্মাণ করেছে চাঁদাবাজরা।

ঘোড়াশালের এই সেতু দিয়ে ঢাকা-সিলেট রুটে বিভিন্ন যানবাহন চলাচল করছে। সেতুর ওপর অবৈধ স্ট্যান্ডের ফলে এই সড়ক দিয়ে অবৈধভাবে সিএনজি চলাচল করায় প্রায়ই ঘটছে ছোটবড় অনেক দুর্ঘটনা। গাজীপুরের টঙ্গী থেকে ছেড়ে আসা প্রতিটি সিএনজি এই সেতু অতিক্রম করলে স্ট্যান্ড চাঁদা বাবদ চালকদের গুনতে হয় ৫০ টাকা। চালকদের অভিযোগ টাকা না দিতে চাইলে অনেক সময় চাঁদা আদায়কারীদের কাছে মারধরের শিকার হতে হয়। অনেক সময় গাড়ীর চাবিও কেড়ে রেখে দেওয়া হয়।

এখানে কমেন্ট করুন: