আমজাদ হোসেন, নরসিংদী
মোঃ সালাহ উদ্দিন নামে এক কৃসকের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে তার পাঁচ শতাংশ জমির প্রায় শতাধিক কলাগাছ কেটে ফেলেছে তারই প্রতিবেশি দুই বখাটে। এমন অবিযোগ নিয়ে তিনি গতকাল মঙ্গলবার সকালে আদালতে মামলা করতে এসেছেন তিনি। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শেরপুর গ্রামে।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে সরেজমিন শেরপুর গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক মোঃ সালাহ উদ্দিনের কলাক্ষেতের প্রায় শতাধিক গাছ কাটা এবং গাছগুলো কাটা হয়েছে আগের দিন সোমবার দুপুরে। এবং গাছগুলো কাটা হয়েছে প্রকাশ্যে, স্থানীয় লোকজনের অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষক সালাহ উদ্দিনের প্রতিবেশি এমদাদুল হক এবং তার ভাই নাজিম উদ্দিন প্রকাশ্যে এগাছগুলো কেটেছে। কাটার সময় স্থানীয় লোকজন তাদেরকে বাঁধা দিয়েও ব্যর্থ হয়েছেন। তারা তাদের বাঁধা-নিষেধ মানেনি।
কৃষক সালাহ উদ্দিন জানান, ২০১১ সালে স্থানীয় এক ব্যক্তির নিকট থেকে ক্রয়সূত্রে এই জমির মালিক হন তিনি। জমিটি কেনার সময় তার প্রতিবেশি এমদাদুল হকও এই জমিটি কিনতে চেয়েছিলেন। কিন্ত সালাহ উদ্দিন তার চেয়ে বেশি দাম দিয়ে বিক্রেতার কাছ থেকে জমিটি ক্রয় করে নেন। এতে এমদাদুল তার প্রতি ক্ষিপ্ত হন এবং ওই সময় থেকেই উভয়ের মধ্যে দ্বন্ধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহখানেক আগে এমদাদুল তার নিকট প্রতি শতাংশে ১ লাখ করে মোট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা জমিতে কোনো ফসল করতে দিবে না। এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে এমদাদুল এবং তার এক বখাটে ভাই নাজিম উদ্দিনকে নিয়ে গাছগুলো কেটে ফেলে। এ বিষয়ে জানতে এমদাদুলের বাড়িতে গেলে সাংবাদিকের পরিচয় পেয়ে তারা গা ঢাকা দেন।
এদিকে, কৃষক সালাহ উদ্দিন জানান, এমদাদুল এবং তার ভাইকে আসামী করে আদালতে মামলা করার প্রক্রিয়া চলছে।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *