মোঃ মোস্তফা খান, রায়পুরা (নরসিংদী) থেকে : দূর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন দূর্নীতি দমন কমিশন এর কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার উপজেলার পরিষদ মিলনায়তনে প্রকাশ্যে গণশুনানী শুরু হবে। এতে অংশ গ্রহন করবে বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ।
উক্ত গণশুনানীতেই সকল অভিযোগের ভিত্তিতে সমাধান দিবেন বলে আশ্বস্থ্য করেছেন দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো: কামরুজ্জামান।
গণশুনানীতে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার এ এস এম আমিনূল, নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা ও উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
এদিকে, গত কয়েক দিন ধরে রায়পুরায় মাঠে দুদকের কর্মকর্তাদের উপস্থিতিতে আতংকের মধ্যে কাটাচ্ছেন অপরাধীরা। যে সকল দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রায়ই দুপুর ১টার মধ্যে অফিস ঘুছিয়ে ফেলতেন, তারা দুদকের উপস্থিতির কারনে বাধ্য হয়ে অফিস টাইম মেনে চলছেন। ফলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারী দপ্তরগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষ নিরবিচ্ছিন সেবা পাচ্ছেন বলে জানা গেছে।
গত কদিনে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান, বিগত দিনে দুরদূরান্ত থেকে সেবা নিতে এসে কর্মকর্তাদের না পেয়ে প্রায়ই ফিরে যেতে হয়েছে কিন্তু এই কয়েক ধরে সাধারন মানুষ ভালো সেবা পাচ্ছে। বছরের প্রতিটি দিন যদি এমন হতো তাহলে দেশ আরো উন্নত হতো।
এ ব্যাপারে কথা হয় দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো: কামরুজ্জামানের সাথে। তিনি বলেন, দূর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষের দৌড়গোড়ায় সেবা পৌছে দিতে আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি, তাদের সকল অভিযোগ আমলে নিচ্ছি এবং অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে গণশুনানীতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এখানে কমেন্ট করুন: