চাকরির নামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক নয়নকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিভাগীয় মামলা রুজুর নির্দেশও দেয়া হয়েছে।
সোমবার এ নির্দেশ দেয়া হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই নারী। এরপরেই বরখাস্তের নির্দেশ আসে।
জানা যায়, চাকরি দেয়ার কথা বলে এক ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ করেন নয়ন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে মাসের পর মাস শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তিনি।
ওই তরুণীর অভিযোগ, অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওসি গর্ভপাতের শর্তে বিয়ের প্রতিশ্রুতি দিলে তিনি গর্ভপাত করান। তবে এরপর মাসের পর মাস পেরিয়ে গেলেও তিনি আর বিয়ে করেননি। একপর্যায়ে ওই তরুণীর সঙ্গে যোগাযোগই বন্ধ করে দেন ওসি মাহমুদুল। শেষ পর্যন্ত ওই তরুণী প্রধানমন্ত্রীর কার্যালয় ও পুলিশের মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেছেন ওসির বিরুদ্ধে। তদন্তে সে অভিযোগের সত্যতা মিলেছে, জমা পড়েছে তদন্ত প্রতিবেদনও।