মো. হৃদয় খান: নরসিংদী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের গায়েবানা জানাজা। আজ মঙ্গলবার বিকাল ৫ টায় নরসিংদী সরকারি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় ইমামতি করেন সরকারি কলেজের মুয়াজ্জিন বেলাল হোসেন আরিফি।
জানাযাত্তোর সমাবেশে সংক্ষিপ্ত দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে আবরার হত্যাকারীদের ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন ও মানবিক নরসিংদীবাসীর আহবায়ক এইচ আর অনিক।
উল্লেখ্য, রবিবার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবরার হত্যাকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করে বুয়েটের ৯ জন ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করেছে। এছাড়া বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহসভাপতিসহ কমিটির ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।