নরসিংদীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: শফিকুল ইসলাম নরসিংদী :
নরসিংদীতে গত ২২ অক্টোবর (মঙ্গলবার) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় এবারে দিবসটির প্রতিপাদ্য- ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়।

দিবসের শুরুতে সকাল ৯ টায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমি সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ,অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন,ট্রাফিক ইন্সপেক্টর মো: গোলাম মাওলা,নির্বাহি প্রকৌশলী (সওজ) মোফাজ্জল হায়দার,ম্যানেজার বি আর টিসি মো: আজিজুল হক,সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ এইচ এস জাহাঙ্গীর. সহকারী পরিচালক গোলাম হায়দার সরকার সহ কর্মকর্তারা। তারা বলেন চালকদের মাতাল হয়ে গাড়িতে উঠতে পারবেনা চালকদের কারনে রাস্তায় অনেকেই জীবন চলে যাচ্ছে, যে কোন অবস্থায় তা রোধ করতে হবে আইন কঠোর ভাবে পালন করতে হবে। রাস্তার দু পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।

এ সময় সভায় শত শত গাড়ি চালকরা উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তা সংক্রান্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এখানে কমেন্ট করুন: