পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই শ্লোগান নিয়ে নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ ইং উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.শাহেদ চৌধুরী, সদর মডেল থানার (ওসি) সৈয়দ্দুজ্জানসহ সকল পুলিশ কর্মকর্তাগণ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ড. মশিউর রহমান মৃধা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. নজিবুর রহমান বলেন, কমিউনিটি পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বয়ে যাতে পুলিশ ও জনগন একসঙ্গে কাজ করতে পারে। আগে পুলিশ সম্পর্কে জনমনে এক প্রকার ভীতিকর ধারণা ছিল, যা কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

বিকেলে নরসিংদী পুলিশ লাইনে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হবে।

এখানে কমেন্ট করুন: