মো: শফিকুল ইসলাম,নরসিংদী :
নরসিংদীর বেলাবোতে চর উজিলাবো ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল পন্ড হয়ে গেছে। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মুখোমুখি অবস্থান নেওয়ায় সহিংসতার আশঙ্কায় বারৈচা সভাস্থলে ১৪৪ দ্বারা জারী করে প্রশাসন। শনিবার বেলা ১২ টার দিকে বারৈচা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা কাউন্সিলে জড়ো হওয়া নেতাকর্মী ও সমর্থকদের সভাস্থল থেকে সরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দুপুর ২টার দিকে ১৪৪ দ্বারা তুলে নেয় প্রশাসন। উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করার কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে চরউচিলাবো ইউনিয়নের ৭,৮ ও ৯ নয় ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের উপলক্ষে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে কাউন্সিলনের আয়োজন করা হয়।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা শারমিন আক্তার খালেদাসহ স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ একই স্থানে সভা ডাকে। একই সময় স্থানীয় আওয়ামী লীগের দুইটি পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় সহিংসতার আশঙ্কায় বারৈচা সভা স্থলে ১৪৪ দ্বারা জারী করে প্রশাসন। পরে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা কাউন্সিলে জড়ো হওয়া নেতাকর্মী ও সমর্থকদের সভাস্থল থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে দুপুর ২টার দিকে ১৪৪ দ্বারা তুলে নেয় প্রশাসন। কাউন্সিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান রিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।