শফিকুল ইসলাম, নরসিংদী: নরসিংদীতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ফাতেমা বেগম নামে এক বিধবা নারী। ফাতেমা বেগম নরসিংদীর বাসাইল পশ্চিমপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। গত শুক্রবার তিনি নরসিংদী মডেল থানায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারন ডায়রী দায়ের করেন।
ফাতেমা বেগম জানায়, আমি দীর্ঘদিন ধরে ছেলে মেয়েকে নিয়ে পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছি। গত ৫ নভেম্বর রায়পুরা থানার করিমগঞ্জ এলাকার মৃত সওদাগরের পুত্র সেলিম সওদাগর(৪৮), একই এলাকার কাউসার সওদাগর(৩৫), রায়পুরা থানার লক্ষীপুর এলাকার মৃত এমদাদুল হকের পুত্র বেনজির আহম্মেদ(৫৭) ও তার ছোট ভাই আমার পৈতৃক সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদ করার জন্য প্রাণণাশের হুমকি দেয়। তাদের এইসব কর্মকান্ডে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে।
এই বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি সাধারন ডায়রি দায়ের করা হয়েছে। যাহার নং- ৪৮৪, তাং-৮/১১/১৯।
উক্ত বিষয়ে বিবাদীরা জানতে পেরে আমাকে প্রকাশ্যে প্রাননাশের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।