মো: শফিকুল ইসলাম,নরসিংদী :
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে গত ২৬ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী মিলনায়তনে এক জাঁকজমক পরিবেশে মতবিনিময় সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগের জয়নুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দা ফারহানা কাউনাইন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী।সভায় সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন জেলা প্রশাসন, নরসিংদী। এছাড়াও প্রায় দুইশত বছরের ঐতিহ্যে লালিত প্রতিষ্ঠান বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ-এর নরসিংদী আগমনে সশ্রদ্ধ শুভেচছা জ্ঞাপন করেন নরসিংদী জেলা প্রশাসন। নরসিংদী জেলায় সফর করেন বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগের মোহাম্মদ জয়নুল বারী ও বিভাগীয় কমিশনারের সহধর্মিণী মিজ আফসানা বারী।

বিভাগীয় কমিশনার কেবল মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ-ই নয়, এটি উপমহাদেশের প্রায় দুই শতাব্দী প্রাচীন এক অনন্য জনসেবামূলক প্রতিষ্ঠান। রাজস্ব প্রশাসন ও ই-নথি ব্যবহারকারী দক্ষ কর্মচারীদের পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার এবং দ্বিতীয় পর্বের মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। আগত অতিথিবৃন্দের উদ্দেশে মনোমুগ্ধকর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাছাড়া চোখ ধাঁধানো কোরিওগ্রাফি উপহার দেয় জেলা প্রশাসন পরিচালিত ছিন্নমূল শিশুদের নিয়ে গড়া থিয়েটার স্কুল বাঁধনহারা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন তাঁর বক্তব্যে বলেন, মান্যবর বিভাগীয় কমিশনার ও কমিশনার সহধর্মিণী নরসিংদী জেলায় খুশি আর উৎসবের বার্তা নিয়ে এসেছেন। তাঁদের শুভাগমন আমাদের জন্য এক অসামান্য আশীর্বাদ। স্যারের সার্বিক ও যোগ্য দিকনির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নসোপান রূপকল্প ২০৪১ অর্জনে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা প্রশাসন।

এখানে কমেন্ট করুন: