নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নরসিংদী পৌর শহরে ব্রাক্ষণপাড়া আলোড়ন স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।
স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি নীহার রঞ্জন দে জন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল ফজল, নরসিংদী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফা,নরসিংদী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া,বাংলাদেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি শাহীন আহমেদ, নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ আলমাস মিয়া,নরসিংদী পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম জহির, নরসিংদী সরকারি কলেজের হিসাব রক্ষক আনোয়ার হোসেন,ব্রাক্ষনপাড়া আলোর স্কুলের প্রধান শিক্ষক নবাব সলিমুল্লাহ, প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, এত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কখনো কোন কিন্ডার গার্ডেন স্কুলের শুভ উদ্বোধন হতে দেখিনি। আমার বিশ্বাস নরসিংদী পৌর শহরে শিক্ষার দিক দিয়ে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সবার শীর্ষে অবস্থান করবে ব্রাক্ষণপাড়া আলোড়ন স্কুল।
স্কুল কর্তৃপক্ষ জানায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে এই স্কুলে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে নরসিংদী বাঁধনহারা ও নরসিংদী উদয়ন কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।