মো.শফিকুল ইসলাম,নরসিংদী:
নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধাদের রতœাগর্ভা মাতাদের কে সংবধনা দেওয়া হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের পক্ষথেকে জেলা শিল্পকলা একাডেমিতে নরসিংদী জেলার ৯৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বীর মুক্তিযোদ্ধাদের মা গনের হাতে একটি করে কম্বল ও উপহারসামগ্রী তুলে দেন। জেলা প্রশাসক সৈয়দা ফারহান কাউনাইন বলেন মহান মুক্তিযোদ্ধের ডাক দিয়েিেছলেন সর্বকালে সর্ব শ্রেষ্ট জাতীর পিতা শেখ মজিবুর রহমান আর এই ডাকে সারা দিয়ে হানাদার পাকিস্তানী একটি প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে দেশকে বাচানোর জন্য যোদ্ধে ঝাপিয়ে পরেছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।
আমাদের মায়েরা তাদের সন্তাদের যোদ্ধে পাঠিয়েছিলেন হাসি মুখে আজ মায়েদের সম্মান করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আসুন আমার সবায় মুক্তিযোদ্ধাদের মায়েদের সম্মান করি অনুষ্ঠানে অনান্যেদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া,সেক্টর কমান্ডার আব্দুল মোতালিব পাঠান,নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী,ড. মশিউর রহমান মৃধা,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস,সম্পাদক মাজাহারুল পারভেজ প্রমুখ বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসান।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়