শফিকুল ইসলাম: নরসিংদীতে ভূয়া ম্যাজিষ্ট্রেট ও ঔষুধ প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ২ প্রতারকসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে।
নরসিংদীর পুলিশ সুপার বরাবরে গত ২৬ জুন ২০১৮ ইং তারিখে নরসিংদী সদর উপজেলার বিলাসদী মহল্লার মৃত নুরুল ইসলামের পুত্র আর এ লায়ন সরকার একটি লিখিত অভিযোগ দায়ের করলেও প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
লিখিত অভিযোগে জানা যায়, ২৬ মে ২০১৮ ইং তারিখ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় প্রতারক রাজু মিয়া ও সাইফুল ইসলাম রুদ্র সহ ৩-৪ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তরুয়া কাবুল শাহ মাজারে ভোক্তভোগী লায়ন সরকারের ঔষুধের দোকানে গিয়ে ভূয়া ঔষুধ প্রশাসনের কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে মোবাইল কোর্ট সাজিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করে। উপস্থিত সাক্ষী পারভেজ, খলিল, হোসেন, জুয়েলসহ আরো ৫-৬ জনের সম্মুখে প্রতারক চক্র লায়ন সরকারের নিকট থেকে নগদ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। আরো ১৫ হাজার টাকার জন্য বিভিন্ন সময়ে প্রতারকরা তাগাদা দিতে থাকে। ভোক্তভোগী লায়ন সরকার এ বিষয়ে ঔষুধ প্রশাসনের লোকদের সাথে যোগাযোগ করে জানতে পারে তারা ঔষুধ প্রশাসনের কেউ না। ভূয়া ঔষুধ প্রশাসনের লোক সাজিয়ে প্রতারক চক্র তার নিকট থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি আরো জানান, একই কায়দায় প্রতারকরা মাধবদী পারভেজের ঔষুধের দোকান থেকে ২ হাজার টাকা, আদিয়াবাদ ইয়াকুবের দোকান থেকে ২৭ হাজার, আদিয়াবাদ কালিকুড়পাড়া আবু বক্কর কবিরাজের নিকট থেকে ২ হাজার টাকা, খানাবাড়ি জহিরের ঔষুধের দোকান থেকে ৮ হাজার টাকা, হাইরমারা সেন্টুর ঔষুধের দোকান থেকে ৫ হাজার টাকা, আতুশ আলীর বাজারের কাজলের ঔষুধের দোকান থেকে ৫ হাজার, আমিরগঞ্জ জালাল কবিরাজের ঔষুধের দোকান থেকে ২ হাজার ৫ শত টাকা, চৌয়ালা জামাল মিয়ার ঔষুধের দোকান থেকে সাড়ে ৪ হাজার, আদিয়াবাদ আঃ রহমানের দোকান থেকে ১৫০০ টাকা, বেলাব মনা পাগলা কবিরাজের দোকান থেকে ১৫০০ টাকা, মাধবদী রহমানের ঔষুধের দোকান থেকে ৪২০০ টাকাসহ নরসিংদী জেলার বিভিন্ন এলাকার লোকজনের নিকট থেকে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ইতিপূর্বে প্রতারক গাজীপুর জেলার কালীগঞ্জ প্রাইভেট হাসাপাতালে ভূয়া ম্যাজিষ্ট্রেট সেজে চাদাবাজি করতে গিয়ে জেল খেটেছে। এছাড়াও বিবাদীদের বিরুদ্ধে ডিটেনশন, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলায় জেলহাজতে ছিল। প্রতারকরা মাদক ব্যবসায়ী। বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। আমি তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়ার পরও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়া প্রয়োজন।