মো. শফিকুল ইসলাম: নরসিংদীতে উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে ৪৯ তম মহান বিজয় দিবস।
এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পালন করছে বিভিন্ন অনুষ্ঠান।
প্রত্যুষে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার দার, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৮টায় মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ, সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়