মো. শফিকুল ইসলাম
নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আজ (১৮ ডিসেম্বর বুধবার) নরসিংদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেরহয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি সামনে গিয়ে শেষ হয়।
জেলার শিল্পকলা একাডেমির সামনে খোলা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এ টি এম মাহাবুলল আলম উপ পরিচালক স্থানীয় সরকার, বিশেষ অথিতি হিসেবে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, াতিরিক্তি পুলিশ সুপার সারকেল সাহেদ আহম্মেদ,শহিদুল আলম সহকারী পরিচালক,লুবনা ফারহানা প্রজেক্ট অফিসার সহ কর্মকর্তারা। তারা বলেন প্রবাসী শ্রমিকদের কষ্টার্জিত বৈদেশিক রেমিটেন্স বৈধ পন্থায় নিরাপদে প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে উল্লেখযোগ্য অবদান রাখায় আহব্বান জানান তারা।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়