শফিকুল ইসলাম:নরসিংদীতে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে দেশ রূপান্তরের এক বছরের সফলতার অগ্রযাত্রা তুলে ধরেন দেশ রূপান্তরের নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, সাবেক সভাপতি মোরশেদ শাহারিয়ার ও এটিএন বাংলার প্রতিনিধি বেনজির আহমেদ বেনু, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সঞ্জিত সাহা, প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, বাংলাদেশ টেলিভিশন ও আমাদের সময়ের নরসিংদী প্রতিনিধি শাহীন মিয়া, চ্যানেল আই টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি সুমন রায়, দৈনিক সকালের সময়ের নরসিংদী প্রতিনিধি সেলিম মিয়া, দৈনিক খোঁজখবর পত্রিকার সম্পাদক মঞ্জিল এ মিল্লাত, সাপ্তাহিক নরসিংদীর খবরের বার্তা সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক জনতার নরসিংদীর প্রতিনিধি কামরুল ইসলাম কামাল, আনন্দ টিভির নরসিংদী প্রতিনিধি হৃদয় খান, দৈনিক খোলা কাগজ পত্রিকার নরসিংদী প্রতিনিধি মিল্টন দাস ও দৈনিক বাংলাদেশের খবরের নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বক্তারা বিগত এক বছরে দেশ রূপান্তরের সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত রেখে পাঠক গ্রহণযোগ্যতায় শীর্ষস্থান দখল করবে এমন প্রত্যাশা করেন।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়