মো. শফিকুল ইসলাম:
নরসিংদীর মাধবদীতে যৌতুকের টাকা না দেয়ায় স্বামীর দেয়া আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। পাঁচদিন মৃত্যর সাথে লড়াই করে শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার দুপুরে ওই গৃহবধূর স্বামী বিপ্লব মিয়াকে আটক করে মধাবদী থানা পুলিশ। নিহত খাদিজা আক্তার রুমা নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে যৌতুকের টাকার জন্য স্বামীর দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয় গৃহবধূ খাদিজা আক্তার রুমা। পরে তাকে নরসিংধী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খাদিজাকে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার ভোরে তিনি মারা যান।
খাদিজার বাবা কাজল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে মেয়ে খাদিজাকে বিপ্লবের সাথে বিয়ে দেওয়া হয়। তাদের একটি ৭ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের ৩ লাখ টাকা জন্য বিপ্লব প্রায় সময় খাদিজার উপর নির্যাতন চালাতো। এক পর্যায়ে টাকা দিতে না পারায় খাদিজাকে হত্যার উদ্যোশে পূর্বপরিকল্পিত ভাবে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মাধবদী থানার ডিউটি অফিসার এসআই দিদারুল আলম জানান, নিহতের বাবা কাজল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় স্বামী বিপ্লবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়