শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাস চাঁদাবাজ জঙ্গিবাদ এবং মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবেনা। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে।
আজ দুপুরে নরসিংদীর মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলা পুলিশ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। দেশের সবাই যদি একসাথে মিলে কাজ করি তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অচিরেই আমরা সে লক্ষ্যে পৌঁছে যাব।
নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম পিপিএম বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরুল কায়েস, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিবপুর সার্কেল মেজবাহ উদ্দিন, মনোহরদীর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক পিয়াশিষ রায়, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বিরু, মনোহরদী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা ভাইস চেয়ার
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়