মো. হৃদয় খান: নরসিংদীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ড. এ.টি.এম. মাহবুব উল করিম, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, পরিবার পরিকল্পনার উপপরিচালক অরবিন্দ দত্ত, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আমীরুল হক শামীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সবুজ হাওলাদার প্রমুখ।
কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়