নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। রাত ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া।
এর পরপরই নরসিংদী জেলা আওয়ামীলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ সহ সকল ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষার জন্য আত্মত্যাগী বীরদের চরণে।
পরে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের সাধারণ মানুষ। এসময় মানুষের পদচারনায় কানায় কানায় ভরে উঠে শহীদ মিনার প্রাঙ্গন।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়