নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। রবিবার বিকালে সমবায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন (আটিবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর এলাকার মুকুল মিয়ার মেয়ে।
এ ঘটনায় মনি আক্তারা নামে অপর নারী শ্রমিক আহত হয়েছেন। সে স্থানীয় একটি মিলের শ্রমিক ছিলো বলে জানিয়েছেন স্বজনেরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লা স্পিনিং মিলে কর্মরত ওই নারী প্রতিদিনের মতই কর্মস্থলে যোগদিতে গাড়িতে করে যাচ্ছিলেন।
এসময় তাকে বহন করা গাড়ী থেকে নেমে দাড়ালে ওই গাড়ীর চাকায় পিষ্ট হয়েই নিহত হন তিনি। এতে তার অপর সহকর্মী মনি আক্তার আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়েছে।গাড়ী ও চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়