নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকায় স্থানীয় ২২ জন ব্যবসায়ীর কাছ থেকে পৃথকভাবে ধার বাবদ মোট ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে ৩ প্রতারক চক্র।
প্রতারকচক্রের সদস্যরা হলেন, নবীনগর এলাকার মনির হোসেন (৪৫), তার স্ত্রী নিলুফা বেগম (৩২) ও মনির হোসেনের পুত্র ইমন(১৮)।
সে গত এক বছর ধরে নরসিংদীর বিলাসদী মসজিদের সামনে আটোরিক্সার গ্যারেজ চালিয়ে আসছিলো। সম্প্রতি স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পৃথকভাবে মোটা অঙ্কের টাকা ধার নিয়ে হঠাৎ উধাও হয়েছে বলে জানা যায়।
শনিবার ভুক্তভোগী এক ব্যবসায়ী এরশাদ আলী বলেন, ওই প্রতারক উধাও হওয়ার আগে প্রায় ২০-২৫ জনের কাছে থেকে গাড়ি কেনা এবং ব্যবসায়িক প্রয়োজন দেখিয়ে মুনাফা দেয়ার প্রলোভন দিয়ে ধার বাবদ মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। বেশ কয়েকজনের কাছ থেকে স্ট্যাম্পে চুক্তি করে অর্থ ধার নেয়।
বিলাসদী এলাকার আসাদ মিয়ার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, অপু মিয়ার কাছ থেকে ১ লাখ, রফিকুলের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার, নাসির মোল্লার কাছ থেকে ৯০ হাজার, কাজল মিয়ার কাছ থেকে ৭৫ হাজার, খোকন মিয়ার কাছ থেকে ৮৫ হাজার, সাজেদা বেগমের কাছ থেকে ৬৫ হাজার, রানার কাছ থেকে ৬৫ হাজার, হারুনের কাছ থেকে ৬০ হাজার, রবির কাছ থেকে ৫০ হাজার সহ মোট ২২ জনের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উধাও রয়েছে এই প্রতারকরা।
এদিকে তাদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষনা করেছেন ভোক্তভোগীরা।