করোনা ভাইরাস সচেতনতায় নরসিংদীতে জেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মো: শফিকুল ইসলাম:
নরসিংদীতে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। সোমবার (২৩ মার্চ) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের নিজ খাস কামরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সহ প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিশ^ব্যাপী করোনাভাইরাসের প্রভাব নিয়ে আতঙ্কিত না হয়ে মোকাবিলার লক্ষে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে চলতে আহব্বান জানানো হয়। বাংলাদেশে করোনার উপস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য বিভাগের যথেষ্ট নজরদারির পাশাপাশি জনগণের সহায়তা প্রত্যাশা করেন তিনি। এ জন্য নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক পোস্টার ও নিদের্শনাপত্র প্রচারের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম অব্যহত আছে।

নরসিংদী জেলায় বিদেশ ফেরৎ ২৭১ জনকে তাদের নিজ নিজ বাড়ীতে হোম করেন্টারে রাখা হয়েছে। এখ নপর্যন্ত কারো শরিলে করোনার ভাইরাস পাওয়া যায়নি কোন রোগি হাসপাতালে ভর্তি হয়নি। তিনি আরো বলেন বাহির থেকে কেউ ঘরে গেলে সাবান দিয়ে হাত দুয়ে ঘরে প্রবেশ করতে হবে। বাহিরে গেলে ম্যাস্ক ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না। বিদেশ ফেরৎ কোন ব্যাক্তি বা রোগির সন্ধান পেলে প্রশাসনকে সাথে সাথে জানানোর জন্য অনুরোধ করেন তিনি। ইতি মধ্যে করোনা আতংক ছড়িয়ে কিছু অসাদু ব্যাবসায়িরা সাধারন মানুষের নিকট থেকে বেশি দামে পন্য বিক্রিকরার অভিযোগে মোবাইল কোটের মাধ্যমে জরিমানা করা হয়েছে। প্রশাসনের লোকজন সবসময় খোজ খবর রাখছে এখন বাজার নিয়ন্ত্রনে রয়েছে। এসময় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এখানে কমেন্ট করুন: