পুলিশ বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫) জব্দের পাশাপাশি চালক ইব্রাহিম খলিল ইমন (২২) এবং হেল্পার মানিককে আটক করেছে।

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে  বলেন: এ ঘটনায় একটি মামলা দায়েরের হয়েছে ।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। ওই সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন। ঘটনার কিছুক্ষণ পরে গাড়িতে করেই ঘটনাস্থল ছেড়ে চলে যান মন্ত্রী।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন থামতে না থামতেই এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে পড়তে হলো রাজধানীর বেপরোয়া বাসের কবলে।

শুক্রবার চলমান ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিন শেষে সারাদেশে মোট ১ লাখ ৩৪ হাজার ২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও সারাদেশে ৪০ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *