নরসিংদীর বিভিন্ন হাট বাজারে দোকানের সামনে গোল বৃত্ত

মো. হৃদয় খান: নরসিংদীতে করোনা প্রতিরোধে বিভিন্ন হাট বাজারে দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত আংকন করে দিয়েছে জেলা পুলিশ।

আজ শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে নরসিংদীর বিভিন্ন হাটবাজারের দোকানগুলোর সামনে এই ব্যবস্থা নেয়া হয়।

দেখা যায়, প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ক্রেতারা সেই গোল বৃত্তাকার দাগের মধ্যে থেকে দোকানীর কাছ থেকে পণ্য কিনছেন। এতে করে সামাজিক দূরত্ব বজায় থাকায় সুরক্ষাবোধ করছেন বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

এদিকে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নরসিংদীতে প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। পাশাপাশি তারা মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছেন।

অপরদিকে পুলিশ সদস্যরা জেলার বিভিন্ন সড়কের পয়েন্টে জনসাধারণকে সতর্ক করছে এবং একের অধিক লোক একত্রিত হলেই তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে।

জেলা পুলিশের পক্ষ থেকেও অযথা রাস্তায় বের না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

এখানে কমেন্ট করুন: