মোঃ রুবেল ইসলাম তাহমিদ লৌহজং মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের জাতীয়তাবাদি যুব দলের সহ সভাপতি মো. ইকবাল হোসেন খানের নেতৃতে মেদিনীমন্ডল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের, মোঃ পুনা মে¤¦ার, তাজেল, সপন, রিয়াদ, করিম, মোল্লা শহিদ, সাহিদ, হাচান মিয়া,র কর্মিসহ প্রায় শতাধিক নেতাকর্মী স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির হাতে ফুলের তোরা দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। মেদিনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে আয়োজিত যোগদান অনুষ্ঠানে এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক আলহাজ্জ আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মো. মেহেদি হাসান, মো. জাকির হোসেন বেপারী, মো. আবু ফায়সাল নিপু, মেদিনীমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মো. আলী আকবর, সাধারন সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান আলহাজ্জ মো. আশরাফ হোসেন খান, মো. মনির হোসেন মাষ্ঠার, হলদিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. মোজাম্মেল হক, কুমারভোগ ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান তালুকদার, লৌহজং তেউটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম মোল্লা, মো. খোরশেদ আলম, মো. হামিদুল ইসলাম, শেখ মো. জামান, মো. আবুল কাশেম প্রমুখ।

এসময় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি তার বক্তিতায়
নতুন শতাধিক নেতাকমী কে লক্ষ্য-ও-উদ্দেশ্য করে বলেন ,বি এনপি কে আর বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায়না তাই কোন প্রকার ঘড়ে বসে থাকার সুযোগ নেই নৌকার মাঝি হয়ে দেশের মাটির জন্য সরকারের হয়ে কাজ করুন দেশের অরাযকতা দুর করুন ।
লক্ষ্য-ও-উদ্দেশ্যসমাজে যোগ্য শিক্ষক না থাকলে, প্রজন্ম চিন্তাশীল যেমন হয় না।তেমনি এই চিন্তাই এখন মানুষকে অপর মানুষের মূল্যায়ন নিন্দা ও সমালোচনার পার্থক্য বুঝতে দেয়।
দির্ঘদিনের বি এনপির দেয়া কষ্ট গুলো মানোষ এখন বোঝতে সিখেছে ,
সুচের মধ্যে বিদ্যমান ছিদ্রের কতটা পার্থক্য এবং তার প্রয়োগ নির্ভুল হয়।
তা আপনারা দেখেছেন । অপরদিকে মন্দ কিছো চোখে পড়লে তার ভালো লক্ষে । আমাকে যানাবেন ইনশাআল্লাহ আমি ভালো কাজের জন্য সারা জিবন আপনাদের পাষে থাকবো
সমালোচনার নামে ঘুম ভেঙ্গে প্রাত:কর্ম না করে অপরের মুণ্ড চিবানো অভ্যাসের অন্তর্ভুক্ত হয়ে যায়।লক্ষ্য-ও-উদ্দেশ্যলক্ষ্য-ও-উদ্দেশ্য আমার কাজ

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *