স্টাফ রিপোর্টার: একদিকে করোনা ভাইরাসের সংক্রমন। অপর দিকে লকডাউনের ফলে কর্মহীন পরিবার।

সব মিলিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, হতদরিদ্র ও নিম্ন আয়ের মধ্যেবিত্ত মানুষগুলো।

এমন পরিস্থিতি মানবতার হাত বাড়িয়ে দিয়ে বিনামূল্যে ‘মানবতার বাজার’ বসিয়েছে নরসিংদীর মধ্যকান্দাপাড়া এলাকার বাগবিতান ক্লাব।

আজ রবিবার (২৬ এপ্রিল) বাগবিতান ক্লাবের উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে আলু, পটল, করলা, কুমড়া, টমেটো, মরিচ, পুঁইশাক, দারা সহ আরো ৩ ধরনের শাক-সবজি বিতরণ করা হয়েছে।

মানবতার বাজারের মূল উদ্যোক্তা জিকো সাহা জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল ভাই এলাকায় আমাদের মাধ্যমে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করিয়েছে। পরে আমরা ভাবলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে একটা সবজির বাজার করি। এই প্রয়াস থেকেই মানবতার বাজার করা। আজ মানবতার বাজার বসিয়ে কর্মহীন ৫ শতাধিক মানুষদের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বাগবিতান ক্লাবের পক্ষ থেকে ৫০০ প্যাকেট খাবার দেয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজ সময়ের মাধ্যমে ক্লাবের সকল সদস্যবর্গদের আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। সেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিল, বাপ্পি সাহা, জনি সাহা, পাপ্পু সাহা, অনিক সাহা, রাজু মোদক সহ একদল স্বেচ্ছাসেবী যুবক।

সার্বিক সহযোগীতায় ছিলেন সুদীপ্ত সাহা সহ ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দরা।

এখানে কমেন্ট করুন: