নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘তেলিপাড়া ঈদগাহ্’ মাঠে ঈদের নামাজের জন্য নতুন ইমাম মনোনীত করা হয়েছে। তার নাম মুফতী মোহাম্মদ নূরুল হুদা। আগামী ২২ আগস্ট, বুধবার পবিত্র ঈদুল আজহার নামাজ তিনি পড়াবেন বলে জানান তেলিপাড়া ঈদগাহ্ এর মুতোওয়াল্লি শরীফ মোহাম্মদ কিবরিয়া।
মোহাম্মদ কিবরিয়া আরো জানান, এর আগের ইমাম মাওলানা মুফতী আঃ সোবহান গত ১৬ জুলাই (সোমবার) ইন্তেকাল করেন। তিনি ইন্তেকাল করায় তেলিপাড়া ঈদগাহ্- এ ইমামের শূন্যতা দেখা দেয়ায় একজন বুজুর্গ আলেমের সন্ধানে গত ২৮ জুলাই শনিবার বিকেলে নরসিংদী দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসায় সেখানকার শায়খুল হাদিস আল্লামা বশির উদ্দিন সাহেবের নিকট আমরা যাই। তিনি একজন বুজুর্গ আলেম হিসেবে পরিচিত এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয়। তার কাছে আমরা একজন বুজুর্গ ইমামের দাবি করলে তিনি এই মাদ্রাসার মুহাদ্দিস মুফতী মোহাম্মদ নূরুল হুদা-কে মনোনীত করেন এবং সকলের মঙ্গল কামনা করে তিনি দোয়া করেন। এসময় মুতোওয়াল্লি কিবরিয়ার সঙ্গে ছিলেন মাওলানা রমিজ উদ্দিন, সাংবাদিক আমজাদ হোসেন, ইউপি মেম্বার আনোয়ার হোসেন, মোসলেহ্ উদ্দিন, হাবিবুর রহমান মাস্টারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মুফতী নূরুল হুদা’র বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার গড়পাড়া এলাকায়। ১৯৮৬ সালে তার জন্ম। ব্যক্তিগত জীবনে তিনি একজন ইসলামী লেখক এবং গবেষক। ছাত্রজীবনে তিনি বেশ সুনাম অর্জন করেন। ২০১১ সালে চট্টগ্রামের জামিয়া আহলিয়া হাটহাজারী মাদ্রাসা থেকে ইসলামিক আইন বিষয়ে স্পেশালিস্ট বা ইফতা ডিগ্রী অর্জন করেন। এর আগে ২০০৯ সালে একই মাদ্রাসা থেকে তিনি অ্যারাবিক অ্যান্ড হাদিস বিষয়ে মাস্টার্স বা দাওরা ডিগ্রী অর্জন করেন।
বর্তমানে তিনি নরসিংদীর দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার মুহাদ্দিস এবং সহকারী শিক্ষা সচিব হিসেবে কর্মরত আছেন। এছাড়া নরসিংদীর লোকমান চত্ত্বর সংলগ্ন শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য যে, তেলিপাড়া ঈদগাহ নরসিংদীর রায়পুরা উপজেলার বৃহত্তর ঈদগাহের অন্যতম। প্রত্যেক ঈদের জামাআতে তেলিপাড়া গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ইটনা, চাদপাশাসহ অন্তত ৮টি গ্রামের প্রায় ২০ হাজার মুসল্লী নামাজ আদায় করেন।