নরসিংদীর সনামধন্য এবং ঐতিহ্যবাহী "বাগবিতান ক্লাব" এই করোনা সংকটে শহরের ৪ নং ওয়ার্ডের মধ্যকান্দাপাড়া এবং আশেপাশের এলাকার কর্মহীন অসহায় ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে।
রাতের অন্ধকারে কারো পরিচয় প্রকাশ না করে পৌঁছে দেওয়া হচ্ছে এই মানবিক সহযোগীতা।
এই সহযোগীতা ক্যাম্পেইনের একজন অন্যতম উদ্যোক্তা জিকো সাহা জানান, এই করোনা পরিস্থিতি ভবিষ্যতে আরো সংকট তৈরি হলে আবারও এলাকাবাসির পাশে দাঁড়াবে সংঘটনটি।
প্রতিটি প্যাকেটে থাকছে, চাল,ডাল,তেল,আটা,আলু এবং লবন।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, সুদিপ্ত সাহা(কাঁলাচান), কোষাধ্যক্ষ,বাগবিতান ক্লাব।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়