নরসিংদীতে গত (৭ মে) বৃহস্পতিবার পাঠানো ২৫টি নমুনায় মধ্যে নতুন আরো ৭জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সর্বশেষ রাত সাড়ে এগারটায় প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার (৮ মে ) পর্যন্ত নতুন আক্রান্ত নরসিংদী সদর উপজেলার ৭জন। নরসিংদীতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০৮জন। ৭জনের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী, এছাড়া নরসিংদী শহরের ব্রাহ্মন্দী ও সাটির পাড়া মহল্লার ২জন, বাকী ৪জন মাধবদী এলাকার।
এ নিয়ে সর্বমোট ১২৮জন সুস্থ্য হয়েছেন। আইসোলেশনে রয়েছেন ৮১ জন। নরসিংদী জেলায় এ পর্যন্ত করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে সর্বমোট-১৪৮০ জনের।
নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মোট করোনায় আক্রান্ত নরসিংদী সদর উপজেলায়-১১৬, সুস্থ্য-৭৩জন, শিবপুরে আক্রান্ত-১৮, সুস্থ্য-৩, পলাশ উপজেলায় আক্রান্ত-১৭, সুস্থ্য-২জন, মনেরহরদীতে আক্রান্ত-৫, সুস্থ্য-৫জন, বেলাব উপজেলায় মোট আক্রান্ত-২৫, সুস্থ্য-২৩জন ও রায়পুরা উপজেলায় আক্রান্ত-২৭, সুস্থ্য-২২জন।নরসিংদী স্বাস্থ্য বিভাগের পাঠানো নমুনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২জন, প্রকৃত পক্ষে মৃত্যুর সংখ্যা ৩জন। নরসিংদী জেলা সিভিল সার্জন কর্যালয়ের তথ্য অনুযায়ী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝের চর এলাকার নূর মোহাম্মদ (৫০) নামে একজন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী শহরের ভাগদী মহল্লার আমজাদ হোসেন (৪৮) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় কুয়েত মৈত্রী হাসপাতাল এর আইসিউতে মৃত্যুবরন করেন।
এ ছাড়া শনিবার (১৮এপ্রিল) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন আমির হোসেন। আমির হোসেন (৪৫) পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামের মৃত হানিফ প্রধান এর ছেলে । আমির হোসেন এর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ১৭এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি নিজ উদ্যোগে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি হন। সেখানে পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ রিজাল্ট আসে।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়