মো. শফিকুল ইসলাম (মতি)
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি সিদ্ধান্তে নরসিংদী কারাগার থেকে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২৩ কারাবন্দি মুক্তি পেয়েছেন। নরসিংদী জেলা কারাগার কর্তৃপক্ষ। গত ৯-১০ মে নিয়মতান্ত্রিকভাবে তাদের মুক্তি দেয়া।

এর আগে, লঘু অপরাধে স্বল্প মেয়াদে সাজা প্রাপ্ত ৪৩ জন কারাবন্দির একটি তালিকা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে প্রেরণ করে নরসিংদী জেলা কারা কর্তৃপক্ষ। সেখানে যাচাই-বাছাইয়ের শেষে নির্দেশ মোতাবেক গতকাল এবং আজ মিলিয়ে ২৩জন কারাবন্দিকে মুক্তির সিদ্ধান্ত জানানো হয়। তবে কারাবাস মওকুফ হলেও অর্থদন্ডের টাকা পরিশোধ করতে হচ্ছে সাজাপ্রাপ্তদের।

নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো: নজরুল ইসলাম জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক নরসিংদীতে স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ৪৩ বন্দির তালিকা প্রেরণ করা হয়। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ২৩ জনকে মুক্তির ব্যপারে আদেশ দেয়া হয়। সেই মোতাবেক আমরা আদেশ পালন করছি। তবে কারাবাস মওকুফ হলেও অর্থদন্ডের টাকা পরিশোধ করতে হবে নির্ধারিত ব্যাংকের মাধ্যমে বলে জানান তিনি।

এখানে কমেন্ট করুন: