ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফেরচর (ইটাখোলা) নিজ বাড়ির ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সামজিক দূরত্ব বজায় রেখে স্বল্প সংখ্যক মুসল্লির উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান, ইসলামী ঐক্যজোটের নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এইচ এম হারিছুল হক, উপদেষ্টা মাওলানা আব্দুল কাউয়ুম ও তার ছেলে ওবায়দুল হক।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়