করোনা ভাইরাস প্রার্দুভাবে কর্মহীন অসহায় মানুষের মধ্যে ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী জেলা পরিষদ কর্মহীন অসহায় মানুষের মধ্যে ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে গতকাল সকালে নরসিংদী পৌর মেয়র প্রয়াত জনবন্ধু লোকমান হোসেন স্কুলে নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের এর সভাপতিত্বে ও নরসিংদী জেলা পরিষদের হিসাব রক্ষক কর্মকর্তা মো: রোমান মিয়ার চঞ্চলনায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন ঘরবন্দি অসহায় মানুষের মধ্যে নরসিংদী জেলা পরিষদ ৪৫ লক্ষ টাকা ব্যায়ে ৭ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভার মানবিক মেয়র আলহাজ¦ কামরুজ্জামান কামরুল, নরসিংদী শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু, জেলা পরিষদ চেয়ারম্যান সহকারী নূর-ই- নাইম ও মো: বকুল মিয়া।
জানাগেছে, করোনা ভাইরাস প্রার্দুভাবে সংকট দেখা দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী জেলা পরিষদ ৪৫ লক্ষ টাকা ব্যায়ে ৭ হাজার পরিবারের মধ্যে কর্মহীন অসহায় মানুষের মধ্যে ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী কার্যক্রম অব্যাহত রেখেছেন। নরসিংদী জেলা পরিষদ ১৫ লক্ষ টাকা ব্যায়ে ৪ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫হাজার লিফলেট ৭ হাজার মাস্ক, ৫হাজার সাবান বিতরণ করেন। ৩টি সংক্রমণ রোধক টানেল ৩৮টি জীবাণুনাশক ষ্প্রে মেশিন বিতরণ সহ করোনা ভাইরাস মোকাবেলায় ৭০ লক্ষ টাকা ব্যায়ে নরসিংদী জেলা পরিষদ বিভিন্ন কর্মসুচি সমূহ গ্রহণ করে ঈদ উপহার সহ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
প্রধান অতিথি আব্দুল মতিন ভুইয়া বলেন, করোনা ভাইরাস প্রার্দুভাবে সংকট দেখা দিলে লকডাউন এলাকায় নরসিংদীতে আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা,বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী জেলা পরিষদ ৭০ লক্ষ টাকা ব্যায়ে বিভিন্ন কর্মসুচি সমূহ গ্রহণ করে ঈদ উপহার সহ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এই দুর্যোগে অন্য নেতারার দেখা না গেলে আমরা আপনাদের পাশে আছি থাকব। জেলা পরিষদ এর পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন,এ দু:সময়ে নরসিংদী শহর আওয়ামীলীগ সভাপতি ও পৌরসভার মানবিক মেয়র আলহাজ¦ কামরুজ্জামান কামরুল নিজের জীবন বাজি রেখে দিন-রাত অকান্ত পরিশ্রম করে নরসিংদী বাসীর ২০ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী ও রোজা ধারদের জন্য প্রতিদিন ৫ হাজার ইফতার (ভুনাখেচুড়ী) বিতরন সহ করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী বিভিন্ন দপ্তরে কর্মর্কতাদের মধ্যে পিপি, মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড ওয়াস ও সাবান বিতরন করে দৃষ্টান্ত স্থাপন করে আমাদের সংগঠনের ভাবমর্তি উজ্জল করেছেন।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়