ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে। একইসঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাও। সোমবার (২৫ মে) রাত ৮টা ৪২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, এই কম্পনের উৎপত্তি ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এটি মাঝারি মানের কম্পন ছিল।
ঢাকা থেকে উত্তর-পূর্ব দিকে অবস্থিত সিলেটেও এই কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়। এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়