নওগাঁর পোরশায় আম নার্সারি মালিকের স্বপ্ন ধুলিসাৎ করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ মে) চাঁদরাতের কোনও এক সময় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আখিরাল নামক স্থানে প্রায় ১৫ হাজার আমের চারা কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই নার্সারি মালিক হাবিবুল্লাহের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
নার্সারি মালিক হাবিবুল্লাহ বলেন, নিজের এক বিঘা জমিতে দুই বছর আগে প্রায় ১৫ হাজার আমের চারা রোপণ করেন। এবছর কিছু চারা কলম (টেপ) করা হয়েছিল। কলম করা প্রায় ১২ হাজার চারা বিক্রি করার জন্য প্রস্তত করা হয়েছিল। রবিবার রাতে কে বা কারা ওই চারাগুলো কেটে নষ্ট করে দিয়েছে।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়