করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৫ জুন পর্যন্ত অধঃস্তন দেওয়ানী, ফৌজদারী আদালত এবং ট্রাইব্যুনাল সমূহে অতীব জরুরি বিষয় সমূহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে শুনানি গ্রহণ এবং প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন। শনিবার (৩০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া ১৫ জুন পর্যন্ত অধঃস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল সমূহ অতীব জরুরি বিষয় সমুহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে শুনানি গ্রহণ ও প্রয়োজনীয় আদেশ প্রদান করবে।
এখানে কমেন্ট করুন: