নরসিংদীতে শীঘ্রই স্থাপন হতে যাচ্ছে ২৪ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করার পিসিআর ল্যাব। আজ শনিবার বিকালে নিউজ সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো পিসিআর ল্যাব স্থাপন। যার মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা ও ফলাফল পাওয়া যাবে।
জানা যায়, গত বুধবার সকালে নরসিংদী জেলা কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা যায় নূর আলম খন্দকার নামে এক ব্যবসায়ী৷ তিনি বেশ কিছুদিন ধরে করোনা পরীক্ষা করানোর জন্য চেষ্টা করছিলেন। কিন্তু পিসিআর ল্যাব না থাকায় এবং প্রতিদিন সীমিত সংখ্যক নমুনা সংগ্রহের কারনে পরীক্ষা করতে পারেননি নূর আলম খন্দকার। অবশেষে যেদিন নমুনা সংগ্রহের কথা ছিলো সেদিন সকালে জেলা কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনার পর থেকেই নরসিংদী জেলাজুড়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিসিআর ল্যাবের দাবিতে সোচ্চার হয়ে উঠে সকল শ্রেণীপেশার মানুষ। সকলে যার যার অবস্থান থেকে `২৪ ঘন্টায় পিসিআর ল্যাব চাই’ মর্মে দাবি জানাতে থাকে।
নিহতের বড় ভাই নরসিংদী শহর শ্রমিকলীগের সভাপতি নূর মোহাম্মদ খন্দকার পারভেজ নিউজ সময়কে জানান, আমার ছোট ভাই নূর আলম খন্দকার সবসময় মানুষের জন্য কাজ করে গেছেন। অথচ যখন সে অসুস্থ ছিলো তখন অনেক চেষ্টা করেও করোনা পরীক্ষা করাতে পারে নি। নরসিংদীতে পিসিআর ল্যাব নেই। নরসিংদী থেকে যে পরিমান নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় তার সংখ্যাও সীমিত। ৩ দিন অতিবাহিত হলেও আমরা এখনো জানতে পারি নি আমার ভাইয়ের করোনা পজিটিভ ছিলো না নেগেটিভ। বর্তমানে এই মূহুর্তে নরসিংদীবাসীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পিসিআর ল্যাব স্থাপন।
এরই পরিপেক্ষিতে নরসিংদীতে শীঘ্রই পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
শনিবার বিকালে শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি নিউজ সময়কে জানান, নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো পিসিআর ল্যাব স্থাপন। ইতিমধ্যে সরকারের কাছে আবেদন করা হয়েছে। অনেক ব্যবসায়ীরাও পিসিআর ল্যাব স্থাপনে এগিয়ে এসেছে। আমাদের এইখানে যেহেতু ল্যাব স্থাপনের জায়গাও রয়েছে, ইনশাল্লাহ শীঘ্রই নরসিংদীতে পিসিআর ল্যাব স্থাপন করা হবে। যার মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা ও ফলাফল পাওয়া যাবে। এর জন্য যা যা করা প্রয়োজন সকল পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।