নরসিংদীতে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা ও ফলাফল পাওয়ার পিসিআর ল্যাব স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
আজ রবিবার দুপুরে পিসিআর ল্যাব স্থাপনের জন্য নির্ধারিত স্থান নরসিংদী জেলা হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
এর আগে গতকাল শনিবার বিকালে নিউজ সময়কে পিসিআর ল্যাব স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি। এসময় শিল্পমন্ত্রী জানিয়েছেন, নরসিংদীতে শীঘ্রই ২৪ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা ও ফলাফলের জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হবে। এর জন্য যা যা প্রয়োজন সকল পদক্ষেপ নেয়া হবে।
এরই পরিপ্রেক্ষিতে আজ রবিবার দুপুরে নরসিংদীতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানায়, 'পিসিআর ল্যাব স্থাপনের জন্য জেলা হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। পিসিআর ল্যাবের বিষয়ে শিল্পমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে দুইবার কথা বলেছেন।
এছাড়াও সরকারের উচ্চ পর্যায়ে আমি সব সময় যোগাযোগ রাখছি তারা নরসিংদীর ল্যাব এর বিষয়টি বিবেচনা করছে।'
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মিজানুর রহমান।