স্টাফ রিপোটার:নরসিংদীতে ১২ঘন্টার ব্যবধানে আরো ৬১জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।রবিবার রাত প্রায় ১১টায় ৫৮জন আক্রান্তের খবর পাওয়া যায়। অপরদিকে সোমবার সকাল ১১টায় নতুন আরো ৬১জন আক্রান্তের তথ্য প্রদান করেন সিভিল সার্জন।
নরসিংদীতে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্য সচেতন না হওয়ায় দিন দিন আক্রান্ত হচ্ছে মানুষ। এমন মন্তব্য নরসিংদীর সচেতন ও অভিজ্ঞ মহলের। করোনা উপসর্গ নিয়ে মারা যাচ্ছে অনেকে। লাশ দাফন করছে প্রশাসন ও পুলিশ বিভাগ। সোমবার (৮ জুন) নরসিংদী জেলায় নতুন আরো ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদর উপজেলায়-২৪ জন, রায়পুরায়-১৪জন, পলাশ-৬জন, মনোহরদী-২, বেলাব-৬ ও শিবপুর উপজেলায়-৯জন। ২জুন পাঠানো ১৭৬টি নমুনায় ৬১জনের পজেটিভ রিজাল্ট আসে।৮জুন সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়। সোমবার দুপুর পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ রোগী ৮০৩ জন। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলায়-৫৫১ জন, শিবপুর-৬০ জন, পলাশ-৫৮ জন, মনোহরদী-২৪ জন, বেলাব-৫০ জন, রায়পুরা উপজেলায়-৬০ জন। সুস্থ্য হয়ে আইসোলেশনমুক্ত হয়েছেন-২৩৮ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৫১৭ জন। জেলা থেকে মোট স্যাম্পল সংগ্রহ ৪৭০৮ জনের।
রেজাল্ট পাওয়া গেছে ৪০৮৫ টি নমুনার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন-১১জন। এদের মধ্যে নরসিংদী সদর উপজেলায়-৮জন, পলাশ-১জন, রায়পুরা-১জন ও বেলাব উপজেলায়-১জনের মৃত্যু হয়। নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন। রায়পুরা উপজেলায় মৃতের কথা স্বীকার করলেও মৃতের নাম ঠিকানার তথ্য উক্ত কার্যালয় থেকে পাওয়া যায়নি। নরসিংদী স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১১জন, এছাড়া আরো ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৬জনে। বুধবার (৩জুন) সকালে নরসিংদী শহরের বাসাইল মহল্লার নূরে আলম (৩৮) করোনা আক্রান্ত হয়ে নরসিংদী কোভিড হাসপাতাল (জেলা হাসপাতালে) মৃত্যুবরন করেন। রবিবার (৩১মে) মাধবদী আনন্দী গ্রামের আব্দুল কাদের (৬৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিল। শনিবার (৩০মে) নরসিংদী সদর উপজেলার শেখেরচর ফুলতলা গ্রামের রিতা পাল (৫৯) করোনা আক্রান্ত হয়ে দুপুরে মৃত্যুবরণ করেন। তাঁর হাইপারটেনশান জনিত সমস্যা ছিল। মঙ্গলবার (২৬মে) নরসিংদী শহর এলাকার দিলীপ (৫৬) করোনা উপসর্গ নিয়ে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (জেলা কোভিড হাসপাতাল) মৃত্যুবরণ করেন। ২৮মে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার (২৫মে) বেলাবো উপজেলার মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৪৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ ফলাফল আসে। মঙ্গলবার বার (১৯মে) মাধবদী এলাকার শংকর ধর (৬০) নামে একজন আনুমানিক বিকেল ৫ টার দিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। সে করোনা পজেটিভ রোগী ছিল। সোমবার (১৮ মে) বিকেলে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হাজী শরীফ হোসেন মুক্তার (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার মাধবদী নুরালাপুর গ্রামের বাসিন্দা। নরসিংদী সদর উপজেলা কুইক রেসপন্স টিমের সভাপতি ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
করোনা আক্রান্ত হয়ে-সোমবার (১১ মে) সকালে মাধবদী এলাকার চাঁন মিয়া (৬৫) তার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তার রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার (৮ মে) রাতে নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লায় নিখিল (৫০) নামে এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। মৃত্যুর পর তার পজেটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝের চর এলাকার নূর মোহাম্মদ (৫০)নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী শহরের ভাগদী মহল্লার আমজাদ হোসেন (৪৮) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় কুয়েত মৈত্রী হাসপাতাল এর আইসিউতে মৃত্যুবরন করেন।এছাড়া সোমবার (১৮ মে) নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের চেয়ারম্যান ডা. মো. শাহীনের স্ত্রী সাহেরা আক্তার (৪৩) শতভাগ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি এক সপ্তাহ ধরে জ্বর, ঠান্ডা,গলা ব্যাথা ও ডায়রিয়ায় ভুগছিলেন।
বিষয়টি গোপন রেখে চেয়ারম্যান নিজেই তার স্ত্রীর চিকিৎসা করছিলেন। এরই মধ্যে সোমবার সকাল থেকে পাতলা পায়খানা ও শ্বাস কষ্ট শুরু হলে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। নরসিংদী সদর উপজেলা কুইক রেসপন্স টিমের সভাপতি ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তার তত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে সন্ধায় লাশ দাফন করা হয়। শনিবার (১৬ মে) রাতে নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার বলরাম দাস (৪৫) নামে একজন শতভাগ করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন।
এ তথ্য নিশ্চত করেছেন নরসিংদী সদর উপজেলা কুইক রেসপন্স টিমের সভাপতি, সদর এসিল্যান্ড মো: শাহ আলম মিয়া। বুধবার (১৩ মে) বেলাবো উপজেলার সররাবাদ হাজী বাড়ির আতাউর রহমান (কৃষি ব্যাংকের ম্যানেজার) করোনায় আক্রান্ত হয়ে ঢাকাকুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বিষয়টি নিশ্চিত করেন বেলাবো থানা পুলিশ। শনিবার (১৮এপ্রিল) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন আমির হোসেন। আমির হোসেন (৪৫) পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামের মৃত হানিফ প্রধান এর ছেলে ।
আমির হোসেন এর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ১৭এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি নিজ উদ্যোগে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি হন। সেখানে পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ রিজাল্ট আসে।