স্টাফ রিপোটার:নরসিংদীর শিবপুরে চাদা না দেওয়ায় কৃষকের বাড়ী দখলের অভিযোগ উঠেছে। বাড়ী দখল করতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় নারী শিশু সহ ৪ জন আহত হয়েছে। ১০ জুন বুধ বার সকালে কৃষকের বাড়ী দখলের বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক,পুলিশ সুপার ও শিবপুর মডেল থানায় কৃষক মো. আফছার উদ্দিন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে নরসিংদী শিবপুর এলাকায় জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামের খালেক এর পুত্র মো. শামিম(২৬)মৃত তছর আলীর পুত্র জাকির(৫৫),মৃত অলফত আলীর পুত্র খালেক,মৃত অলফত আলীর পুত্র মহেজ উদ্দিন(৫৫)মৃত আয়েছ আলীর পুত্র হারিছ(৫২)মৃত সুরুজ মিয়ার পুত্র মজি(২৫),কফিল উদ্দিনের পুত্র সাইফুল(২২)মৃত সামসু উদ্দিনের পুত্র রুমন মিয়া(৪৮)সহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে বিবাদী করা হয়েছে।
গত ৯ জুন সকালে নৌকাঘাটা আফছার উদ্দিনের বাড়ী যাইয়া বিবাদী সন্ত্রাসীরা দুই লক্ষ টাকা চাদা দাবী করে না দেওয়ায় বাড়ী দখল ও হামলা চালিয়ে নারী শিশু সহ ৪ জনকে আহত করার অভিযোগ করে ধনাইয়া গ্রামের মৃত আ: রাজ্জাকের পুত্র মো. আফছার উদ্দিন। অভিযোগ উঠেছে এর আগেও ওই সন্ত্রাসীরা বাড়ীটি দখল করার জন্য আক্রমন করেন।
পরে আফছার উদ্দিন ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।ভূমি খেকো দখলবাজ সন্ত্রাসী শামিমও জাকির গং দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ও তাদের কবল হতে জমি ফিরে পেতে শিবপুর মডেল থানার, নরসিংদী পুলিশ সুপার, জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেওয়ার পর সন্ত্রাসীরা জানতে পেরে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে অভিযোগ না উঠাইলে মেরে লাশ গুম করে ফেলবে।
এই ব্যাপারে জানতে চাইলে বিবাদী জাকির বলেন জমি নিয়ে দীর্ঘদিন বিরুধ চলছে। আমার জমি আমি দখল করছি আমরা কোন চাদা দাবী করি নাই। শিবপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিব। এই ঘটনায় এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে উদ্ধর্তন কতৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।