স্টাফ রিপোর্টার: গাছ লাগান, পরিবেশ বাঁচান - এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে আজ সোমবার (১৫ জুন) নরসিংদী জেলা জাতীয় শ্রমিকলীগের আহব্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে মেঘনা নদীর তীরে নতুন বেড়িবাধে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় বেড়িবাধে প্রায় শতাধিক গাছ রোপন করেন শ্রমিকলীগের নেতাকর্মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া, যুগ্ন আহবায়ক নাদিম মাহমুদ, কার্যকারী সদস্য শেখ মোমেন (সফিক), জাতীয় শ্রমিক লীগ শিবপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শাহিন মিয়া, শহর শ্রমিকলীগের সদস্য মোহাম্মদ মামুন মিয়া সহ নরসিংদী সদর থানা শ্রমিকলীগ ও নরসিংদী শহর শ্রমিকলীগের নেতাকর্মীরা।
জেলা জাতীয় শ্রমিকলীগের আহব্বায়ক আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব পরিবেশ দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগের নির্দেশক্রমে এবং নরসিংদী পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান (কামরুল)- মহোদয় এর সার্বিক পরামর্শে আজ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
এদিন সকাল থেকে নেতাকর্মীরা শহরের মেঘনা নদীর তীরে নতুন বেড়িবাঁধে বৃক্ষরোপণ করেন। সেই সাথে নরসিংদী জেলার বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে নেতাকর্মীদের গাছ লাগানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।