স্টাফ রিপোটার:নরসিংদীর মধাবদী পুরানচর গ্রামে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় একই এলাকা ও চরভাসানিয়া গ্রামের ৩২১ জনের নেতাকর্মী সহ গ্রামবাসীকে আসামি করে মামলা দায়ের করেছে মোশারফ হোসেন নামের একজন।
মোশারফ হোসন বাদী হয়ে শনিবার (২৭ জুন) মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় হামলাকারীদের বিরুদ্ধে বাড়ীঘর ভাংচুর সহ ২ কোটি টাকার মালামাল লুট করার অভিযোগ রয়েছে।
মামলায় গত ২২ জুন বিকালে একই গ্রামের আমজাদ হোসেনের মোবাইল চুরি হয়। এ নিয়ে এলাকার এমদাদ মেম্বার ও জসিম উদ্দিন এর কথাকাটাকাটি হয়। পরবর্তীতে গত ২৫ জুন বিকালে এ ঘটনা দুলাল মিয়া এলাকায় জানাইলে দক্ষিন চরবাসানিয়া ও দড়িচরভাসানিয়ার অজ্ঞাত নামা ২/৩ শত লোক ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে পুরানচর গ্রামে হামলা চালায় এতে শতেক বাড়ীঘর ও আসবাব পত্র ভাংচুর করে অনুমান দুই কোটি টাকার মালামাল লুটকরে নিয়ে যায় এসময় ৪ জন আহত হয়।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।
মামলার এজাহারে আবু দাইয়ান সহ ২১ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা দেখানো হয়েছে।
মাধবদী থানার ওসি(তদন্ত) তানভির আহম্মেদ বলেন, পুরানচর গ্রামে ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের সাথেসাথেই ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মোশারফ হোসেনের দায়ের করা মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিবাদী আবু দাইয়ান। তিনি বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এতে ক্ষিপ্ত হয়ে নিরঅপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে।মামলায় জরিত নয় বলেই দাবী করেন তিনি।