স্টাফ রিপোটার:আওয়ামী লীগের অফিস নির্মানে বাধা দেওয়াকে কেন্দ্র করে নরসিংদীর মাধবদী আমদীয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় আমদীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মাছুম ভূইয়া মধ্যে আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বুধবার (০৮ জুলাই) সকালে আমদীয়া ইউনিয়নের কান্দাইল মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নরসিংদী মাধবদী থানার এস আই আ: রাজ্জাক এতথ্য নিশ্চিত করেন।এলাকাবাসী ও আহতরা জানায়, কান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহা সড়কের পাশে আওয়ামী লীগের অফিস নির্মান নিয়ে আমদীয়া ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন (রিপন), ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আ: আল মামুনের সাথে আওয়ামীলীগের অফিস ঘর নির্মান নিয়ে যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাছুম ভূইয়ার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান ও মামুনের নেতৃত্বে শতেক লোকজন নিয়ে মাছুম ভূইয়ার ওপর হামলা চালাই এঘটনায় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ীয়ে পরে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন- কান্দাইল গ্রামের মাছুম ভূইয়া, জাইদুল মোল্লা,স্বপন মীর,সফিক ভূইয়া,ফয়েজ মিয়া,সহ ৪ জন।আহতরা নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে উভয় পক্ষ মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়েরের পর এস আই আ: রাজ্জাক সংগীয় ফোর্স সহ ঘটনার স্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে আ: মামুনের কাছে জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করেন এবং মাছুম ভূইয়াকে চাঁদা বাজ বলেন। রিপন চেয়ারম্যানের অফিস ও বাসায় গিয়ে খোজে না পেয়ে তার মোবাইলে কল করলেও রিসিব করেনি যার ফলে উনার বক্তব্য দেওয়া সম্বব হয়নি। এ বিষয়ে উদ্ধতন কতৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।