স্টাফ রিপোটার:নরসিংদীর পলাশ গজারিয়া ইউনিয়নে এ্যাডভোকেট শিরিন আক্তার শেলী ও তার ব্যবসায়ী স্বামীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরে তাদের মাছের খামারে এই ঘটনাটি ঘটে।
শিরিন আক্তার শেলী জানায়, সন্ত্রাসীরা দা,ছুড়া ও চাপাতি নিয়ে আমাদের ওপর হামলা করে , আমার স্বামীর পলাশ উপজেলা সহ বেশ কয়েক জায়গায় মাছের খামার আছে।
কিছুদিন ধরে পলাশের গজারিয়া ইউনিয়নে কিছু বখাটে ছেলেরা মাছের খামারে ঢুকে মাদক সেবন করে এবং পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়।
আমি খবর পেয়ে খামারে গিয়ে ছেলেদের পেয়ে জিজ্ঞেস করলে তাদের হাতে থাকা দা ছুড়া চাপাতি দিয়ে আমাদের ওপর হামলা চালায়।
আমারা গাড়ীতে উঠে দরজা বন্ধ করে দেই যার ফলে অল্পের জন্য আমরা ক্ষতির হাত থেকে বেঁচে যাই।
আমাদের সাথে থাকা গাড়ীটির বেশ কিছু ক্ষতি হয়। পরে আমরা পলাশ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয় পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।