মো. হৃদয় খান: করোনার এই ক্রান্তিকালে ঈদের আগমূহুর্তে নরসিংদীতে ৭ গৃহহীন অসহায় পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিলেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আবদুল কাদির মোল্লা।
আজ শুক্রবার অসহায়-দুস্থ-দিনমজুর গৃহহীন ৭ টি পরিবারের মাঝে পাকা ঘরের চাবি হস্তান্তর করেন আবদুল কাদির মোল্লা।
মজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে প্রত্যেক পরিবারকে দুটি কক্ষ, একটি রান্নাঘর, নলকূপ, ল্যাট্রিনসহ পাকা ঘর করে দেওয়া হয়।
প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
প্রতি বছর আবদুল কাদির মোল্লা ১২ টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর নির্মান করে দেন।
বর্তমানে ৭ টি পরিবারের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে। বাকি ৫ টি পরিবারের মাঝে শীঘ্রই চাবি হস্তান্তর করা হবে।
আবদুল কাদির মোল্লার কাছ থেকে পাকা ঘর পেয়ে খুশি অসহায় গৃহহীন পরিবারগুলো।